জামালপুরে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা
ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুরে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(বুধবার) সকালে শহরের আজাদ ট্রেড সেন্টারে এ সভার আয়োজন করে “হেযবুত তওহীদ” জামালপুর জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।
সভায় জামালপুর জেলা হেযবুত তাওহীদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণার কার্যনির্বাহী সদস্য আদিবা ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা,বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার,জামালপুর সদর উপজেলার সভাপতি সুলতান মাহমুদ মেহেদী সহ প্রমুখ।
বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ গঠনে তওহীদের মূলনীতি অনুসরণ অত্যন্ত জরুরি। গণমাধ্যম কর্মীরা সত্য, ন্যায্যতা ও নৈতিকতার বার্তা প্রচারের মাধ্যমে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হেযবুত তওহীদ শেরপুর জেলার সাধারন সম্পাদক সুমন মিয়া।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে”তওহীদভিত্তিক ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ওপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ।এরপর থেকে সারাদেশে সভা- সমাবেশ- সেমিনার করে জাতির সামনে তওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ রুপ তুলে ধরছে সংগঠনটি।।