সারাদেশ

জামালপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি
জামালপুর

জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের অভিযানে আ.লীগের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল(শনিবার) বিকাল থেকে (রবিবার) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই ছয় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহরের হাটচন্দ্রা এলাকার আজাদুর রহমান, জামালপুর জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শহরের বন্দের বাড়ী এলাকার জুলফিকার আহমেদ জুয়েল, জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আ.লীগের সভাপতি ও আরংহাটি এলাকার আক্তারুজ্জামান এবং আ.লীগ কর্মী শহরের হাটচন্দ্রা এলাকার মজনু মিয়া।

জানা গেছে, শহরের হাটচন্দ্রা মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বের হওয়া মাত্রই গোয়েন্দা পুলিশের সদস্যরা পৌর আ.লীগ নেতা আজাদুর রহমানকে গ্রেপ্তার করে।

কক্সবাজার থেকে ফেরার পথে জামালপুর পৌর আ.লীগের ৩ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নীরু আহমেদকে দিগপাইত থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের অভিযানে। পৌর শহরের ১১ নং ওয়ার্ডের আ.লীগের সদস্য এবারত হোসেনকে শহরের পলাশগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদের নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এই বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক গণমাধ্যমকে জানান, ছাত্রজনতার আন্দোলনে হামলা, অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টাসহ গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাদেরকে আদালতে পাঠানো হবে।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,