জামালপুরে বিএনপির মতবিনিময় সভা, তথ্যচিত্র প্রদর্শনী ও লিফলেট বিতরণ
ফারিয়াজ ফাহিম
জামালপুর
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে জামালপুরে বিএনপির মতবিনিময় সভা, ভিডিও তথ্যচিত্র প্রদর্শনী ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল(মঙ্গলবার) বিকালে জেলা মুক্তিযোদ্ধ সংসদ প্রাঙ্গনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক।আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক বলেন,
স্বাধীনতার ৫৪ বছর পর মানুষ আহাজারি করেছে এই স্বাধীন দেশের স্বাদ পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলো। মরিয়া হয়ে গিয়েছিলো এদেশের ছাত্র সমাজ।পরিবর্তনের পটভূমিতে ছাত্রসমাজ সমৃদ্ধ করেছে।
এই গনতন্ত্রের অগ্রযাত্রায় এদেশের মানুষ, ছাত্রজনতা, মুক্তিযোদ্ধা,বিএনপির তারেক জিয়া,খালেদা জিয়া একাকার হয়ে দেশের মানুষের জন্য লড়েছে মুক্তির স্বাদ গ্রহন করার জন্য।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, আজকে আমরা পেশাজীবি,ব্যবসায়ী,শিক্ষার্থী,কৃষক,জেলে,কামার
সাংবাদিক, আইনজীবী ও সমস্ত পেশাজীবীদের নিয়ে এখানে ৩১দফা সামনে রেখে জনসম্পৃক্ত করার জন্য সমবেত হয়েছি।
আপনরা জানেন বিএনপি রাজনৈতিক একটি দল,এই দল স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলো।সংগ্রামের মাধ্যমে, আন্দলোনর মাধ্যমে বা কেউ সরাসরি রাজপথে না থাকলেও বাড়িতে বসে হলেও তার নিন্দার সারা বাংলাদেশে ঝড় উৎফল্লিত হয়েছিলো।
আমরা চাই একটি নির্বাচিত সরকার। এই উপস্থিতি থেকে বর্তমান সরকারকে অনুরোধ করবো অতি দ্রুত যে সমস্ত নির্বাচনে সংশ্লিষ্ট তা সংস্কার করে দ্রুত সময়ের ভিতরে একটি স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য চেষ্টা করুন।
পরে উপস্থিত নেতৃবৃন্দের সামনে রাষ্ট্রমেরামত কাঠামোর ৩১ দফার ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করাসহ লিফলেট বিতরণ করা হয়েছে।।