জামালপুরে বিজয় দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিজয় র্যালী

ফারিয়াজ ফাহিম
জামালপুর
আজ ১৬ ডিসেম্বর।মহান বিজয় দিবস।বিজয়ের সেই অমূল্য মূহুর্তের রেশ আজও অমলিন আমাদের হৃদয়ে। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বীর যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় র্যালী করেছে জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল।
আজ (সোমবার) বিকালে শহরে গেইটপাড়ে শফিমিয়ার বাজার থেকে বিজয় র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা ছাত্র দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক সহ আরো অনেকে।
এসময় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনাকে অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।।