জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ফারিয়াজ ফাহিম
জামালপুর
আজ ২৬ শে মার্চ।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
বাঙালি জাতির জীবনে অনন্য সাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগ মুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
আজ বুধবার (২৬ মার্চ) সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। ভোর ৫টা ৫৬মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম । পরে জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, জামালপুর জেলা প্রেসক্লাব,জেলা বিএনপি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পপস্ততবক অর্পন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম ও জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম( বিপিএম-সেবা)।
বর্ণাঢ্য কুচকাওয়াজে জামালপুর জেলার পুলিশ দল, আনসার দল, ফায়ার সার্ভিস দল, করারক্ষী দল, স্কাউট দল ও বিএনসিসি দল ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের দলের অংশগ্রহণে কুচকাওয়াজ প্যারেড অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জামালপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
কুচকাওয়াজ শেষে আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করাও হয়েছে।।