সারাদেশ

জামালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ মান্নান গ্রেপ্তার

প্রতিনিধি
জামালপুর

হাইব্রিড আওয়ামীলীগ নেতাকর্মী তৈরির কারিগর জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল( মঙ্গলবার) দুপুরে শহরের বকুলতলার বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

গণমাধ্যমকে তিনি জানান, মান্নান খানের বিরুদ্ধে জুলাই-অগাস্টে বৈষবাবিরোধী ছাত্র-জনতার অন্দোলনে হামলাসহ নাশতার অভিযোগে মামলা আছে। বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বকুল তলা মোড়ের সুফিয়া হার্ট সেন্টারটি ব্যক্তি মালিকানায় পরিচালনার মাধ্যমে শহরে নিজ বাসায় চেম্বারে রোগীও দেখতেন আওয়ামী লীগের এই নেতা।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,