রাজনীতি সারাদেশ

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

গতকাল(বৃহস্পতিবার)বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সাক্ষরিত ১০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি মোঃআতিকুর রহমান সুমিল,সিনিয়র সহ সভাপতি শামীম আহমেদ,সহ সভাপতি বুরহান উদ্দীন,সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন,যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আহাম্মেদ ও মোসাব্বির হাসান মিথুন,সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব,প্রচার সম্পাদক রমিজ রাজা এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আল সাইফ।

নতুন কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার ও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

দীর্ঘদিন পরে জামালপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি প্রকাশ হওয়ায় জেলা জুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,