শিক্ষাঙ্গন

জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের বরণ 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)-এর সামার ও উইন্টার সেমিস্টার ২০২৫-এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. মোঃ সালামত খন্দকার।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী নবীন শিক্ষার্থীদের জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবারে যুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানান এবং শিক্ষাগত উৎকর্ষ, গবেষণামুখী কর্মকাণ্ড ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সালামত খন্দকার নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা শুধু তথ্য বা ডিগ্রিতে সীমাবদ্ধ নয়; এটি মানবিক মূল্যবোধে সমৃদ্ধ, দায়িত্বশীল ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া।

তিনি আরও বলেন, জিইউবি শিক্ষার্থীদের দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দের পক্ষ থেকে বিশেষ স্কলারশিপ ও প্রশিক্ষণ প্রদান সহ বিভিন্ন প্রকার সহযোগিতা অব্যহত থাকবে।

 

উল্লেখ্য, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ব্যাগ প্রদান করে বরণ করা হয়। পরিশেষে, শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর