জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ নাজিরপুরে

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। সোমবার (১৩ জানুয়ারি) সকালে নাজিরপুর বাস স্টান্ড হতে উপজেলা চত্বর, ও তার আশেপাশের এলাকায় এ বিষয়ে লিফলেট বিতরণ করে সচেতনতা সৃষ্টি করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাওন মোল্লা বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর রাষ্ট্রীয়ভাবে ঘোষণাপত্র স্বীকৃতি পেয়েছিল।২০২৪ কেন পাবে না? ২০২৪ তো ২২ হাজার আহত ভাই-বোন আছে, দুই হাজার শহীদ হয়েছেন। দেখা যাবে আগামী পাঁচ বছর পর তা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে পরবর্তী প্রজন্ম আর জানতে পারবে না এই বিপ্লব আর গণঅভ্যুত্থানের কথা। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম শহীদ ও আহত ভাইদের কথা জানুক। তাদের স্বীকৃতি দেওয়া হোক। তাই আমরা সবার মতামত চাই।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের প্রতিনিধি, রাকিব হোসেন, সজিব সিকদার, সালমান ইসলাম, সাফিন সহ বেশ কয়েকজন।
আরো উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি. মোসাঃ সানজিদা, আব্দুস সেলিম, এনামুল সিকদার সহ আরো অনেকে