ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
জানুয়ারি ১০, ২০২৫
0
Comments
30 Views
ঝালকাঠি প্রতিনিধি- মোঃইমরান হোসেন খান।
ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলা আওতাধীন ৯ নং শেখেরহাট ইউনিয়ন বিএনপি, ছাত্রদল এবং যুবদলসহ অন্যান্য অঙ্গ সংগঠন কর্তৃক তিনবারের সফল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি তৌফিকুল ইসলাম তৌফিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ,কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওঃ সাইয়েদুর রহমান,অত্র ইউনিয়ন ছাত্রদল সভাপতি হাজী মোঃ আব্দুর রহমান (বাবু) সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ,অত্র ইউনিয়ন যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ,অত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, অত্র ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ওলামায়ে কেরাম, কুরআনের হাফেজ, মাদ্রাসার তালেবের এলেম এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন সবার একটাই চাওয়া দেশনেত্রী বেগম খালেদা লন্ডনে সুচিকিৎসার জন্য গিয়েছেন । তিনি যেন সুস্থ হয়ে জনাব তারেক রহমানকে সাথে দেশে এসে জনসাধারণের সেবা করতে পারেন। উক্ত দোয়া অনুষ্ঠানে ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুথানের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত এবং পঙ্গু হয়েছেন সবার জন্য দোয়া করা হয়েছে।