সারাদেশ

ট্রলারসহ ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতির মূল হোতা গ্রেফতার

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধিঃ-

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে ট্রলারসহ প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে কামাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৪ অক্টোবর) ভোরে ভোলার দক্ষিণ দিঘলদী এলাকা থেকে র‌্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান জানান, ঘটনাটির ছায়া তদন্তে ডাকাতি ও কৃষক মারধরের মূল পরিকল্পনাকারী হিসেবে কামাল হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাতে গলাচিপা উপজেলার চর কাজল এলাকা থেকে চাঁদপুরগামী একটি ট্রলারে প্রায় ১০ হাজার পিস তরমুজ বোঝাই করে পাঁচজন কৃষক যাত্রা করেন। রাতের আঁধারে ট্রলারটি বাউফলের নাজিরপুর নদী এলাকায় পৌঁছালে একটি সশস্ত্র দল তাদের পথরোধ করে। পরে কৃষকদের মারধর করে ট্রলারসহ তরমুজ লুট করে নিয়ে যায় ডাকাতদল।

পরবর্তীতে ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে বাউফল থানায় অজ্ঞাত সাত–আটজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তে মূল পরিকল্পনাকারী হিসেবে কামাল হোসেনের নাম উঠে আসে এবং র‌্যাব তাকে শনাক্ত করে আটক করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন ডাকাতির পরিকল্পনা ও অংশগ্রহণের কথা স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,