সারাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

ফারিয়াজ ফাহিম
জামালপুর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের
২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার আয়োজনে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব রকিবুল ইসলাম, হৃদয়, রাকেশ,জিহাদ,রবেল,জাকিরুল, সাধারণ শিক্ষার্থীসহ প্রমুখ।

এ সময় তারা সাম্য হত্যার তীব্র নিন্দা জানানো সহ, হত্যাকান্ডে জড়িত দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বচ্চো শাস্তির দাবি জানিয়ে দেশের সকল ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করে।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,