দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির লক্ষে মেধা যাচাই

চৌগাছায় অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সুফিয়া খাতুন শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষে মেধাযাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফাউন্ডেশনের ক্লাসরুম ও মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিফটে শিক্ষার্থীদের এই মেধাযাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১’শ ১৬ জন, পাশাপোল ইউনিয়নের নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২’শ ৮ জন ও সিংহঝুলী ইউনিয়নের সাতটি প্রতিষ্ঠানের ১’শ ৬৪ জন সর্বমোট ৪’শ ৮৮ জন শিক্ষার্থী এই মেধা যাচাই পরীক্ষায় অংশ গ্রহন করে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে সুফিয়া খাতুন শিক্ষাবৃত্তি পেয়ে থাকবে। পরীক্ষায় অংশগ্রহণকারী ৫ম শ্রেণির ১৫ জন শিক্ষার্থী বছরে এককালীন ১ হাজার দুইশ টাকা, ৬ষ্ঠ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ১ হাজার পাঁচশ টাকা, ৭ম শ্রেণির ২০ জন শিক্ষার্থী ১৮০০ টাকা এবং ৮ম শ্রেণির ২৫ জন শিক্ষার্থী ২০০০ টাকা করে শিক্ষাবৃত্তি উপহার পাবে। প্রতি বছর ৬০ শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হলেও এ বছর আরো ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মেধাযাচাই পরীক্ষায় এ সময় উপস্থিত ছিলেন আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে শরিফুল ইসলাম, নূর ইসলাম, আব্দুল হালিম ও আনারুল ইসলাম, মাদ্রাসার সুপার মাহমুদুল হাসান, শিক্ষক মাও. আব্দুল কাদের ও মমিনুর রহমান প্রমূখ।