দালাল আর টাকা ছাড়া কাজ হয় না পাবনা বিআরটিএ অফিসে- দুদক

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার ( পাবনা)
টাকা ছাড়া কোনো কাজ হয় না পাবনা বিআরটিএ অফিসে। পরীক্ষায় ফেল করলেও টাকা দিলেই পাশ দেখানো হয়। দালাল আর টাকা ছাড়া কোনো কাজই হয় না বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষর (বিআরটিএ) পাবনা কার্যালয়ে। দুর্নীতি দমন কমিশন বা দুদকের আকস্মিক অভিযানে এমন তথ্য উঠে এসেছে।
বুধবার (৭ মে ) দুপুরে বিআরটিএ’র পাবনা কার্যালয়ে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর।
তিনি বলেন, আমরা অভিযানের সময়ের কিছু সেবাপ্রার্থীকে জিজ্ঞাসা করেছি। তাদের মাধ্যমে জানতে পেরেছি- এখানে দালালছাড়া কোনো কাজ হয় না। এখানে কাজ করতে ১০-১২ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। এমনও অভিযোগ আছে যে ২০১৯ সালে কাগজপত্র দিয়েছেন কিন্তু কাজ হয় নাই, যখনই দালালের মাধ্যমে টাকা দেওয়া হয় তখনই কাজ হয়।
অভিযানের সময় এক দালালকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করে দুদুক।
সেবা গ্রহীতাদের অভিযোগ বিআরটিএ, পাবনা কার্যালয় যেন দালালদের স্বর্গরাজ্য। কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে সেখানে দালাল চক্রের সিন্ডিকেট গড়ে উঠেছে। ড্রাইভিং লাইসেন্স, নবায়ন, যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিট কোনো কাজই দালাল ছাড়া হয় না। দুদুকের অভিযানকে স্বাগত জানান তারা।