দিনাজপুরে বৃক্ষরোপণ ও বিতরন

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃরিসালাত ইসলাম সজীবের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও উদীয়মান ছাত্রনেতা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ রিসালাত ইসলাম সজীবের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেল ৫ টায় দিনাজপুর শিশুপার্কের দক্ষিণ পাশে ঘাগড়া ক্যানেলের তীরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন তিনি। এছাড়া শিশুপার্কের পশ্চিম পাশের সড়ক দিয়ে চলাচলরত অর্ধশতাধিক পথচারীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা তুলে দেওয়া হয়।
রিসালাত ইসলাম সজীব বলেন, এই কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে পরিবেশ রক্ষার মতো সামাজিক দায়বদ্ধতাও পালন করে । দেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিপর্যয়ের প্রতিকারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে। তিনি বলেন, “বিএনপি সবসময় মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক পথেই আমাদের রাজনীতি ও কর্মসূচি পরিচালিত হবে। “সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী ইসলাম শুভসহ জেলা, পৌর ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।