জাতীয় সারাদেশ

দীর্ঘ এক যুগ পর আবারো শিল্পকলা একাডেমীর কার্যক্রম শুরু

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।

দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম পুনরায় উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
২৭ মে দুপুর ১২ টায় উপজেলা কচুয়া,বাগেরহাট এর আয়োজনে শিল্পকলার নিজস্ব ভবনে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পড়ে ভবনটি সংস্কার করে পুনরায় জমকালো আয়োজনে ফিতা কাটার মধ্য দিয়ে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম পুনরায় চালু হয়েছে। শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী লেডিস ক্লাবের সভাপতি আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন।
এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, উপজেলা বিএনপি’র আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা মশিউর রহমান মুক্তা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা প্রতাপচন্দ্র রায়,পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরণ পাইক, সাংবাদিক তরিকুল ইসলাম, শিকদার সাইদুজ্জামান,রাকিবুল হাসান, খান সুমন, লিয়ন শিকদার, মইনুল ইসলাম, সাকিব খান, ।এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন শিল্পকলা একাডেমী শিল্প ও সাহিত্য প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,