দীর্ঘ ৬ বছর পর আগামীকাল সরিষাবাড়ী উপজেলা বিএনপির সম্মেলন

প্রতিনিধি
জামালপুর
দীর্ঘ ৬ বছর পর আগামীকাল ১২ ফেব্রুয়ারি(বুধবার) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ, উল্লাস লক্ষ্য করা যাচ্ছে।আগামীকাল ১২ ফেব্রুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০ টায় সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে এই দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
উপজেলা নেতৃবৃন্দদের থেকে জানা গেছে,সর্বশেষ ২০১৯সালে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।এরপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার আমলে কোন সম্মেলন করতে পারেনি দলটি।
গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সক্রিয় হয়ে উঠেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
এরই পরিপেক্ষিতে সম্মেলনের আয়োজন করসে উপজেলা বিএনপি। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে উপজেলা বিএনপি।
সম্মেলন উদ্বোধন করবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরিষাবাড়ী ১৪১ আসনের ধানের শীষের একক মনোনীত প্রার্থী জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীম।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন,সহ-সাংগঠনিক আবু ওয়াহাব আকন্দ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু,
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর হক খান দুলাল,সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুবেলসহ প্রমুখ।।