Uncategorized

ধর্ষকদের ফাঁসির দাবিতে কলমাকান্দায় মানববন্ধন

লিয়াকত আলী, স্টাফ রিপোর্টার (নেত্রকোনা)

“মোদের দাবি একটাই—ধর্ষকদের ফাঁসি চাই” এই দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নারী উন্নয়ন ফোরাম ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির উদ্যোগে বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সারাদেশের মতো কলমাকান্দাতেও নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জনসমক্ষে ফাঁসি কার্যকর করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি রেখা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কলি আক্তার, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, নারী উন্নয়ন ফোরামের আহ্বায়ক সবিতা রানী, কোষাধ্যক্ষ কল্পনা রানী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও তিনটি সংগঠনের অসংখ্য নারী নেত্রী ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে, কিন্তু অপরাধীরা বিচারহীনতার সুবিধা নিচ্ছে। তাই ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

এ ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨