ধানের শীষ ও দাঁড়িপাল্লা নিয়ে দুই ভাই লড়বেন কুড়িগ্রাম-৪ আসনে

জহুরুল ইসলাম রৌমারী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ আসনে বিরল এক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। একই পরিবারের দুই ভাই এবার দুটি ভিন্ন রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নামছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে আলহাজ্ব আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন এবং ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। অন্যদিকে তাঁর ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ জামায়াত-ই-ইসলামের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাঠে নামছেন।
দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষত বিএনপি–জামায়াতের ঐতিহ্যগত ভোটভিত্তি থাকা এ আসনে পারিবারিকভাবে দুই দিক বিভক্ত হওয়ায় নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, একই পরিবারের দুই প্রার্থীর লড়াই ভোটার আচরণে প্রভাব ফেলতে পারে এবং বিএনপি–জামায়াত ঘরানার ভোটে বিভাজনও তৈরি হতে পারে।
তবে সাধারণ ভোটাররা বলছেন, রাজনৈতিক প্রতিযোগিতা গণতন্ত্রের অংশ, এবং শেষ পর্যন্ত যোগ্য প্রার্থীই জনগণের রায় পাবেন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে কুড়িগ্রাম-৪ আসনের রাজনৈতিক মাঠ।
        
                        
