সারাদেশ

নওগাঁয় কুখ্যাত ডাকাতসহ ৮জন আটক লুন্ঠিত মালামাল উদ্ধার 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় আন্তজেলা ডাকাত দলের ৩ জন কুখ্যাত ডাকাত সহ ৮ জনকে গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ।
আজ সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ২৩ এপ্রিল রাত আনুমানিক ৭:৪৫ মিনিটে  সাপাহার থানার ইলিমপুর ব্রিজের নিকট রাস্তার পাশে উৎ পেতে থাকা চারজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি টমটম থামিয়ে টমটমের চালককে টেনে নামিয়ে গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে মারপিট করে তার অটো চার্জার ছিনতাই করে এবং অপর একটি ঘটনায় একই ডাকাত দল গত ২৫ এপ্রিল রাত অনুমান ৩ টায় মশিদপুর এলাকা হতে একটি অটো চার্জার ভ্যানচালককে আটক করে এলোপাথাড়ি মারপিট করে অটো চার্জার ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। ঘটনা দুটির প্রেক্ষিতে মামলার সূত্র ধরে নওগাঁ পুলিশ সুপার এর দিকনির্দেশনায় ডিবি পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে আটজনকে আটক ও লুন্ঠিত মালামাল উদ্ধার করে। ডাকাত দলের অন্যতম সদস্য সেলিম বহুল আলোচিত সাপাহার উপজেলা জামাত এর সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি বলে ও জানান অতিরিক্ত পুলিশ সুপার। আটকৃতরা হলেন জেলার পোরশা উপজেলার সোভাপুর আব্দুল হামিদের ছেলে  আব্দুর রাজ্জাক, সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে মো; সেলিম  ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর থানার পাথরপূজা গ্রামের আব্দুর হমানের ছেলে নুরুজ্জামান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,