সারাদেশ

নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে গর্ভবতী গৃহবধূকে মারপিট ও স্বর্ণালংকার লুট থানায় মামলা 

 

নওগাঁ জেলা প্রতিনিধ: নওগাঁ সদর থানাধীন চক্রামচন্দ্র মোল্লাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সুমাইয়া নামে এক গর্ভবতীকে মারপিট করে তার পেটের সন্তান নষ্ট ও তার পরনে থাকা স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি এজাহার দায়ের হয়েছে। এজাহারের বাদী সানোয়ার হোসেন ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সোয়া নয়টার দিকে মামলার বাদী সানোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া ও আমার মা বাড়ির পার্শ্ববর্তী বাগানে পাতা ঝাড়ু দিতে গেলে মোল্লাপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে সবুজ মোল্লা, সাজু মোল্লা, আলতাফ হোসেনের ছেলে আল আমিন, তজি মোল্লার ছেলে রফিকুল, রফিকুলের ছেলে নাজিম উদ্দিন, ভিকুর ছেলে মাসুম সহ বেশ কয়েকজন পাতা ঝাড়ু দিতে নিষেধ করে, আমার স্ত্রী তার কারণ জিজ্ঞাসা করলে মৃত রেজাউল করিমের ছেলে সবুজ মোল্লার হুকুমে সাজু মোল্লা আমার স্ত্রীর কোমরে লাথি মেরে আমার স্ত্রীকে মাটিতে ফেলে দিলে সবুজ মোল্লা আমার স্ত্রীর পেটে লাথি মেরে আমার স্ত্রীর গলায় থাকা লকেটসহ একটি ১ ভরি ওজনের সোনার চেইন এবং কাছে থাকা রেডমি ব্রান্ডের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। আমার মা এগিয়ে গেলে আমার মাকে সাজু মোল্লা তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে উপুড় যুপরি আঘাত করে। আমার মা ও স্ত্রীর ডাক চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমার মা ও স্ত্রীকে এরপর একা পেলে হত্যা করবে হুমকি দিয়ে চলে যায়। আমি মোবাইল ফোন মারফত জানতে পেরে বাড়িতে গিয়ে আমার মা ও স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার জন্য বাড়ি থেকে নিয়ে আসতে চাইলে মৃত রেজাউল করিমের ছেলে সবুজ মোল্লা, সাজু মোল্লা, আলতাফ হোসেনের ছেলে আলামিন, তজী মোল্লার ছেলে রফিকুল ইসলাম, রফিকুলের ছেলে নাজিমউদ্দিন, ভিকুর ছেলে মাসুম সহ আট দশ জন তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র লোহার রড, ধারালো হাসুয়া, চাকু, ছোরা, শাবল, এস এস পাইপ ও লাঠি নিয়ে আমার বাড়ির গেট ভেঙে গেটের ভিতরে জোরপূর্বক অনধিকার প্রবেশ করে অতর্কিতভাবে আমাকেসহ আমার ভাগিনা আহম্মদ এবং আবু হোরায়রার উপর আক্রমণ করে আমাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। এ সময় রফিকুলের স্ত্রী নাসিমা তার হাতে থাকা লাঠি দিয়ে আমার ভাগিনা আহাম্মদকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করিলে আঘাতটি মাথার মাঝখানে লেগে মাথা ফাটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয় এবং নাছিমার অপর হাতে থাকা চাকু দিয়ে আমার ভাগিনা হোরায়রাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে আঘাতটি মাথার পিছনে লাগিয়া কাটিয়া রক্তাক্ত জখম হয়। আমি আমার ভাগিনাদ্বয়কে উদ্ধারের জন্য আগাইয়া গেলে সাজু মোল্লার হাতে থাকা লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করলে আমার মাথায় হেলমেট থাকায় আমি প্রাণে রক্ষা পাই। তারা আমাদের উপর যুপুরী মারপিটের এক পর্যায়ে আমার ব্যবহৃত মোটরসাইকেলে বারবার আঘাত করে ভেঙে ফেলে। এবং বাড়িতে থাকা মূল্যবান আসবাবপত্র ও কিছু টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। আমাদের ডাক চিৎকারে আমাদের গ্রামের আহসান হাবিব মাসুদা বেগম সহ বেশ কিছু লোকজন আসলে তারা আমাদেরকে একা পেলে আমাদের হত্যা করবে হুমকি দিয়ে গালিগালাজ করতে করতে চলে যায়। এমতাবস্থায় আমি ও আমার পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আমার পরিবারের সকলের নিরাপত্তা চাই। এ বিষয়ে সবুজ মোল্লার সাথে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,