নওগাঁয় জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষন অনুষ্ঠিত

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে জুম মিটিংয়ের মাধ্যমে গ্রাম আদালতকে সক্রিয় করার জন্য দুই দিন
ব্যাপী প্রশিক্ষন শেষ হয়েছে।
এর আগে বুধবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নওগাঁ সদর উপজেলার ০৭ নং বোয়ালিয়া ও বর্ষাইল ইউনিয়নের মোট ২৪ জন ইউপি সদস্যের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক টিএমএ মমিন।
প্রশিক্ষণের সমাপনী দিনে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইবনুল আবেদীন।তিনি বলেন- ফৌজদারী ও দেওয়ানী মামলাগুলোর মধ্যে চুরি, ঝগড়া-বিবাদ বা মারামারি, সম্পত্তি দখল পুনরুদ্ধার সহ পাওনা টাকা আদায়, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ ইত্যাদি বিষয়ে গ্রাম আদালতে সর্বোচ্চ তিন লাখ টাকা ফৌজদারী ও দেওয়ানী বিরোধ মামলার নিষ্পত্তি করা হয়।
এ সকল বিষয়ে আবেদনকারীকে ইউনিয়ন পরিষদ থেকে একটি ফর্ম নিয়ে তা পূরণ করে চেয়ারম্যান বরাবর দাখিল করার অনুরোধ জানানো হয়।
এসময় উপজেলা রিসোর্স টিমের উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার সমাজসেবা অফিসার মোঃ নাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মান্নান, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর হোসনে আরা স্বপ্না, আরও উপস্থিত ছিলেন চপল সরকার ( হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেট, ১২ নং শৈলগাছী ইউপি, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা প্রমুখ।