সারাদেশ

নওগাঁয় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত আহত ৫

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে দুই পক্ষের সংঘর্ষে দুইজনের নিহত ও ৫ জন আহত হবার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার চন্দননগর ইউনিয়নের বুদুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অচিরের ছেলে শরিফুল এবং মৃত আফছারের ছেলে আজিজুল। এবিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দশ জনকে আটক করেছি এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,