সারাদেশ

নওগাঁয় দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কৃষকের ধানের পালা এবং খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার আলমপুর ইউনিয়নের অর্ন্তগত সেলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এতে ওই এলাকার কৃষক মাসুদুর রহমানের ৪ বিঘা জমির ধান এবং তার আপন চাচা কৃষক ইন্তাজুল হকের প্রায় ৭ বিঘা জমির খড় আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কৃষক মাসুদুর রহমান জানান, আমি মাঠ থেকে প্রায় ৭ বিঘা জমির ধান শ্রমিক দিয়ে বাড়ির খলিয়ানের সামনে পালা দিয়ে রাখা ছিল। আর কয়েকদিন পরে ধানগুলো মাড়াই কাজ শেষে বাজারে বিক্রয় করা হতো। এর মধ্যে এমন জঘন্যতম ঘটনায় আমার প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। পাশাপাশি আমার চাচার ৭বিঘা জমির খড় আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, অভিযোগ এখনো হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,