সারাদেশ

নওগাঁয় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় খেলা করার সময় অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে মোস্তাকিন হোসেন নামে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এশিশু মৃত্যুর ঘটনাটি ঘটেছে শুক্রবার ৩ জানুয়ারী নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার দক্ষিন লক্ষিপুর গ্রামে। নিহত শিশু মোস্তাকিন হোসেন হলেন দক্ষিন লক্ষিপুর গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে।

স্থানিয় সুত্র জানায়, শুক্রবার জুমা নামাজ শেষে মুসল্লিরা মসজীদ থেকে বাড়িতে ফেরার পথে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুকে দেখতে পেয়ে সাথে সাথে পানি থেকে উদ্ধার করেন। শিশু মোস্তাকিন হোসেন খেলার সময় অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে আর উঠতে না পারায় তার মৃত্যু হয়েছে বলেই স্থানিয়রা জানিয়েছেন। শিশু মৃত্যুর ঘটনায় শিশুর পরিবার, স্বজন সহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,