নওগাঁয় রয়েল ডাইনস্টিক সেন্টার ও প্রাইম ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় রয়েল ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইম ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) নওগাঁ সদর উপজেলার মাতাসাগর রহিমা কাজেম বি এম এন্ড টেকনিক্যাল কলেজে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও চিকিৎসা সেবায় দুজন ডাক্তার চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি স্বল্পমূল্যে আলট্রাসনোগ্রাম ও প্যাথলজি টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করে পুরুষ ও মহিলাদের চিকিৎসা সেবা দেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন রয়েল ডাইনিস্টিক সেন্টার ও প্রাইম ব্লাড ব্যাংকের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন, ইমরান হোসেনসহ আরও অনেকে।