খেলাধুলা সারাদেশ

নওগাঁয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় জেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টারদিকে নওগাঁ জেলা শহরের এটিএম মাঠে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা ককর্মকর্তা (অতি. দা.) মোহাঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মোহাঃ নাজমুল হোসাইনের সঞ্চালনায় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পর বাকি সময় খেলাধুলা করলে ভিডিও গেমস এর প্রতি আসক্তি এবং কিশোর গ্যাং এর সাথে সংপৃক্ত হয়ে বিভিন্নভাবে অপরাধে জড়িয়ে পরার প্রবণতা চলে যাবে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। পরে নওগাঁ জেলার প্রতিটি উপজেলা থেকে আগত সকল প্রতিযোগীদের শুভ কামনা জানিয়ে উৎসব মুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন অতিরিক্ত জেলা প্রশাসক।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং