নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় ট্রাকের চাপায় ভ্যানচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (আজ) ভোর আনুমানিক ৪টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোনোয়ার ইসলাম জানান, একটি ভ্যানে করে হলুদ বোঝাই করে পাঁচজন যাত্রী মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। পথে আখেড়া এলাকায় একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মহাদেবপুর থানা পুলিশ।



