সারাদেশ

নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো ‘জয় বাংলা’ স্লোগান

নওগাঁ প্রতিনিধিঃ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছাত্র আন্দোলন ৫ আগস্টে স্বৈরাচার সরকারের পতন ঘটায়। সেই আন্দোলনের স্মৃতি হিসেবে নওগাঁ শহরের দেয়ালে ছাত্রজনতা ছবি, গ্রাফিতি ও লেখা আঁকিয়ে রাখে। সম্প্রতি, ‘জয় বাংলা’ স্লোগানটি দেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার সুপ্রিম কোর্টের রায়ের স্থগিতাদেশ আসে।
তবে, গত দু’দিন ধরে নওগাঁ শহরের কেডির মোড় এবং মুক্তির মোড়সহ কয়েকটি স্থানে ‘জয় বাংলা’ লেখা দেয়ালে দেখা যায়। রাতে কে বা কারা এই স্লোগান লিখে রেখে যায়, এবং কিছু সময়ের মধ্যে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে, যার ফলে শুরু হয় বিভিন্ন মন্তব্য ও বিতর্ক।
সোমবার, স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং জিয়া সাইবার ফোর্সের সদস্যরা স্প্রে পেইন্ট ব্যবহার করে শহরের দেয়াল থেকে ওই স্লোগান মুছে ফেলে। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার, জিয়া সাইবার ফোর্সের জেলা শাখার আহ্বায়ক মো. এমরান হোসেন, শ্রমিক দল নওগাঁ সদর থানার সভাপতি আরিফুল হক রানা, ও অন্যান্য নেতৃবৃন্দ।
নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার অভিযোগ করে বলেন, “রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা ছাত্রজনতার গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লিখেছে। তারা বাংলার মাটিতে আর দাঁড়াতে পারবে না, এটা আমাদের হুশিয়ারি।” তিনি আরও বলেন, “বর্তমান সরকার গত ১৫ বছর ধরে বাংলাদেশকে গুজবের দেশে পরিণত করেছে, উন্নয়ন নয়, হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে।”
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি এখন শান্তিপূর্ণ রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,