রাজনীতি

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-কালাইয়ে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার,জয়পুরহাট।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামাজিক অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকা ছিল অনেক। নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের উন্নয়ন নিশ্চিত করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। দল যদি আমাকে উপযুক্ত মনে করে, তবে আমি এই জনপদের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করতে চাই।
বুধবার ( ৩০ জুলাই) বিকেল তিনটায় জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী কালাই প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি) এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দীর্ঘ ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবা ৭৬-৭৭ সালে গ্রাম সরকারে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক চেতনা আমার পারিবারিক ঐতিহ্য থেকেই পেয়েছি।

এসময় কালাই প্রেসক্লাব ও ক্ষেতলালের সাংবাদিকবৃন্দ এবং তিলকপুর ইউনিয়নের বিএনপি নেতা মো. মোজাফফর হোসেন, মোঃ নয়ন হোসেন, সোহাগসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আমিনুর ইসলামের প্রবাসী জীবনের অভিজ্ঞতা ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকা নিয়েও আলোচনা হয়।

আলোচনা শেষে তারেক রহমানের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ