নাজিরপুরে গাছ থেকে পড়ে জুলফিকার নামে এক ব্যক্তির মৃত্যু
নাজিরপুর প্রতিনিধিঃ শাওন মোল্লা
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠইমহল এলাকায় গাছ থেকে পড়ে জুলফিকার আলী শেখ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে তিনি গাছ থেকে পড়ে যান। পরে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত জুলফিকার আলী শেখ উপজেলার চৌঠইমহল গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে।
মৃত জুলফিকারের স্বজনরা জানান, সকালে একটি চাপা গাছ কাটার জন্য তিনি ওই গাছে উঠে ডালপালা কাটছিলেন। এ সময় গাছ থেকে তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও উজ্জ্বল মণ্ডল জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওয়ারিশগণ যে ভাবে চাইবেন, সেইভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।