সারাদেশ

নীলফামারীর র‌্যাব-১৩, হাতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলা ডিমলা উপজেলায় ১৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস দল।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) অনুমান সকাল ১১ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী নীলফামারী র‍্যাব ক্যাম্পের অভিযান চালিয়ে ডিমলা উপজেলার ০৭নং খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে ইজিবাইকে থাকা ১৪৯ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র জাহিদুল ইসলাম (৪৭)।
এবিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী গণমাধ্যম কর্মীদের বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে যাহার মামলা নম্বর- ০৭, তারিখ-১৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,