সারাদেশ

নেত্রকোনায় ‘সবুজ সংহতির’মত বিনিময় সভা

 

ডেস্ক রিপোর্ট : পরিবেশ, প্রাণ প্রকৃতি ও জলবায়ু নিয়ে নেত্রকোনা চার বিভাগের পরিবেশ কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় শহরের মোক্তারপাড়া সুগার এন্ড স্পাইস রেস্টুরেন্টে পরিবেশ,প্রাণ,প্রকৃতি জলবায়ু নিয়ে ভাবনা শীর্ষক মত বিনিময়ের আয়োজন করে নেত্রকোনা জেলা “সবুজ সংহতি” নামের একটি সংগঠন।
নেত্রকোনা জেলা সবুজ সংহতি কমিটির সাথে সবুজ সংহতি কমিটির মানিকগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা জেলার কর্মীদের সাথে এই মত বিনিময় হয়েছে।
নেত্রকোনা সবুজ সংহতি কমিটির সভাপতি অমলেন্দু সরকারের সভাপতিত্বে মতবিনিময়ে প্রধান আলোচক ছিলেন বারসিকের শিক্ষা ও গবেষণা বিভাগের পরিচালক লেখক গবেষক পাভেল পার্থ।

এছাড়াও আলোচক ছিলেন বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস ও সিলভানুস লামিন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বারসিকের রাজশাহী, মানিকগঞ্জ ও সাতক্ষীরা’র আঞ্চলিক সমন্বয়কারী শহীদুল ইসলাম, বিমল রায় ও রামকৃষ্ণ জোয়াদ্দার,নেত্রকোনার সবুজ সংহতির সাংবাদিক ও পরিবেশ কর্মী আলপনা বেগম।
সভায় উপস্থিত সকলে নিজ নিজ এলাকায় সবুজ সংহতির সম্পাদিত কার্যক্রম ও সফলতাগুলো পরস্পরের সাথে আলোচনা করেন।
বিশেষভাবে বরেন্দ্র অঞ্চল, উপকূলীয় অঞ্চল, মানিকগঞ্জ চরাঞ্চল ও নেত্রকোনা অঞ্চলের হাওর, নেত্রকোনার সমতল ও সীমান্ত এলাকায় সবুজ সংহতির সফল আন্দোলনগুলো সম্পর্কে সকলে অভিজ্ঞতা লাভে সক্ষম হয়ছেন।
ফলে অংশগ্রহণকারীরা পরস্পরের কাজের সফলতায় অনুপ্রাণিত হয়ে নিজ নিজ কর্ম এলাকার সবুজ সংহতিগুলোকে শক্তিশালী করে আন্দোলনকে এবং দেশব্যাপী এই নেটওয়ার্ক বৃদ্ধিতে জোরালো আন্দোলনে অনুপ্রাণিত হয়েছেন।
মতবিনিময় সভা পরিচালনা করেন বারসিক নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো অহিদুর রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,