সারাদেশ

পঞ্চগড়ে এনআরবিসি ব্যাংক কর্মকর্তার হাতে গ্রাহক মারধরের শিকার, উল্টো হুমকি

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
এনআরবিসি ব্যাংকের এক কর্মকর্তার হাতে এক গ্রাহক মারধরের শিকার হয়েছে। এ ঘটনায় মারধরের শিকার ওই ব্যবসায়ী পঞ্চগড় সদর থানায় মামলা করতে গেলেও মামলা করার সাহস পাচ্ছেনা। ব্যাংকের কর্মকর্তারা তার নামে ব্যাংক ডাকাতির মামলা করার হুমকি দিচ্ছেন।
অভিযুক্ত ওই ব্যাংক কর্মকর্তার নাম গোপাল শাহ। তিনি জুনিয়র টেইলর হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসি পঞ্চগড়ের সদর উপজেলার টুনিরহাট উপশাখায় কর্মরত আছেন। টুনিরহাট উপশাখাটি পঞ্চগড় হাইওয়ে শাখার অধীনে পরিচালিত।
মারধরের শিকার ওই গ্রাহকের নাম সুমন সরকার। সে টুনিরহাট বাজারের সুমন ইলেকট্রনিকস নামে দোকান রয়েছে। সে বাজারের স্থায়ী ব্যবসায়ী। সে কামাত কাজন এলাকার শাহাজাহান আলীর ছেলে।
মারধরের শিকারের ঘটনা জানাজানি হলে টুনিরহাট বাজারের ব্যবসায়ীরা ব্যাংকে ছুটে আসেন। ব্যবসায়ী ব্যাংকে এসে দেখেন ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় ব্যাংকের ভিতরে আটক করে রাখা হয়েছে৷ এসময় আহত ওই গ্রাহককে বের করে দিতে বলেন। ব্যবসায়ীরা আহত গ্রাহককে চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতে চাইলেও ব্যাংকের লোকজন তাকে ছেড়ে দেননি। পরে টুনিরহাট বনিক সমিতির লোকজন ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।
গ্রাহক টুনিরহাট বাজারের ব্যবসায়ী জানান, আমি এনআরবিসি ব্যাংকের কাছ থেকে এর আগে ৫ লক্ষ টাকা ঋন নেই। সে টাকা ভালো ভাবেই পরিশোধ করি। পুনরায় ১০ লক্ষ টাকা ঋনের জন্য আবেদন করি। তখন ব্যাংকের কর্মকর্তা গোপাল শাহ আমার দোকানে এসে বলেন আপনার তো ১০ লক্ষ টাকা দিবেনা তবে ৮ লক্ষ টাকা ঋন করে দিতে পারবো। কিন্তু আমাকে তার জন্য  ৫% হিসেবে ৪০ হাজার টাকা দিতে হবে। যদি দেন তাহলে কিভাবে ঋন দিতে হয় আমি দিবো। তখন আমি গোপাল শাহ কে বাড়তি ৪০ হাজার টাকা দেই। আমাকে ১ মাস ঘুরানোর পরে বলে আপনার ঋন হেড অফিস অনুমোদন দেয়নি। তখন আমি গোপাল শাহকে বলি আমাকে ঋন দিবেন না তাহলে আমার কাছে অতিরিক্ত কেন ঋন দেয়ার কথা বলে ৪০ হাজার টাকা খাওয়ার জন্য নিলেন। আর আমাকে ১ মাস কেন ঘুরালেন। তখন আমি আমার অতিরিক্ত ৪০ হাজার টাকা আর ব্যাংকে জমা সঞ্চয়ের টাকা ফেরত চাই। তখন সে আমার সঞ্চয়ের টাকা ফেরত দিলেও ৪০ হাজার টাকা ফেরত দেননি। তখন আমি টাকার জন্য চাপ দিলে গোপাল শাহ আমাকে মারধর করতে থাকে। তার সাথে ব্যাংকের সিকিউরিটি ও অন্যান্যরাও এসে যোগ দেন৷ তারা এলোপাতাড়ি ভাবে আমাকে মারপিট করে রক্তাক্ত করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমি চিকিৎসা নিয়ে থানায় মামলা করতে গেলে ব্যাংকের লোকজন এসে হুমকি দিয়ে বলেন তাদের নামে মামলা করলে আপনার নামে ব্যাংক ডাকাতির মামলা দিবো।
টুনিরহাট উপশাখার ইনচার্জ রাশেদুল ইসলাম প্রধান কোন মন্তব্য করতে রাজি হননি। তবে ব্যাংকের ভেতরে গ্রাহকের সাথে সমস্যা সৃষ্টির ঘটনায় ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি হননি বলে ঘটনার সময় উপস্থিত রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও পঞ্চগড় সদর থানা পুলিশের সদস্যদের সামনে স্বীকারোক্তি দেন।
এঘটনা ঘটনা ঘটার পরে পঞ্চগড় হাইওয়ে শাখার ম্যানেজার টুনিরহাট উপশাখায় এসে ব্যাংকের শেষ সময় পর্যন্ত অবস্থান করেন।
এনআরবিসি ব্যাংকের পঞ্চগড় হাইওয়ে শাখার ম্যানেজার রাকিব উল হাসান জানান, এ ঘটনার পুরো বিষয়টি প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। প্রধান কার্যালয়ের অনুমতি ছাড়া আমরা কোন তথ্য ও বক্তব্য দিতে পারবো না।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, ব্যাংকের গ্রাহকের সাথে গন্ডগোল হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং