সারাদেশ

পটুয়াখালীতে এনসিপির নারী নেত্রীর সঙ্গে অসদাচরণ, দুই পুলিশ সদস্য ক্লোজড

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক জিনাত জাহানকে কেন্দ্র করে আলোচনায় এসেছে পুলিশের অসদাচরণ। তার সঙ্গে দুর্ব্যবহার এবং রাজনৈতিক পরিচয় নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে পটুয়াখালী জেলা পুলিশ।

ঘটনার সূত্রপাত ১ জুন বিকেল ৫টা ২৫ মিনিটে, যখন জিনাত জাহান একটি মোবাইল সিম চুরি সংক্রান্ত সমস্যার সমাধানে পটুয়াখালী সদর থানায় যান। তিনি অভিযোগ করেন, তখন থানায় উপস্থিত ছিলেন দুই পুলিশ সদস্য—জয় দাস ও আবু বকর—যারা সিভিল পোশাকে ছিলেন। অভিযোগ অনুযায়ী, তারা প্রথমেই তার রাজনৈতিক পরিচয় জানতে চান। জিনাত জানান, তিনি জাতীয় নাগরিক পার্টির নেত্রী—এ কথা বলার পর পুলিশ সদস্যরা দলের নাম বিকৃত করে উপহাস করেন এবং নেতৃবৃন্দ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন।

জিনাত জাহান আরও বলেন, তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়, তার অনুরোধ সত্ত্বেও তারা কোনো সহায়তা করেননি এবং ঘটনাটিকে গুরুত্ব না দিয়ে অবহেলা করেন। পরবর্তীতে এসআই ইসরাইল এসে তার সমস্যার সমাধান করেন এবং প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপে পাঠানোর পরামর্শ দেন।

এ ঘটনার পর, ২ জুন জিনাত জাহান পটুয়াখালী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে।

 

অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাজাদুল ইসলাম স্বজল জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে অভিযুক্ত দুই পুলিশ সদস্য—জয় দাস ও আবু বকর—কে থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,