পটুয়াখালীতে জারি গানে জলবায়ু ন্যায় রূপান্তরের আহ্বান

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধিঃ- উপকূলীয় জেলা পটুয়াখালীতে গ্লোবাল উইক অব ক্লাইমেট অ্যাকশন উপলক্ষে অনুষ্ঠিত হলো জলবায়ু সংকট মোকাবিলায় ভিন্নধর্মী সাংস্কৃতিক আয়োজন “প্রকৃতির ডাক: জারি গানে ন্যায় রূপান্তর”। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে, গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এবং ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের বাস্তবায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সপ্তাহকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে জারি গানের ছন্দে ফুটে ওঠে উপকূলবাসীর দুর্দশা, লবণাক্ত পানির যন্ত্রণা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়াবহতা। পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা সুরের মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ। তাদের মতে, জারি গানের মতো লোকজ মাধ্যম জলবায়ু পরিবর্তনের মতো জটিল বিষয় সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার কার্যকর উপায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুকতারা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম এবং গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ফাউন্ডার ও ডিরেক্টর খাইরুল ইসলাম মুন্না।
খাইরুল ইসলাম মুন্না বলেন, “উপকূলীয় মানুষের টিকে থাকার জন্য ফসিল ফুয়েল নির্ভর শক্তির পরিবর্তে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর জরুরি। তরুণদের সম্পৃক্ত করে আমরা নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করবো, যাতে উপকূল থেকে জাতীয় পর্যায়ে জলবায়ু ন্যায়ের দাবি আরও জোরদার হয়।”
আয়োজক সংগঠনগুলো জানায়, উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় ফসিল ফুয়েল বর্জন করে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো অপরিহার্য। ভবিষ্যতেও তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত রাখা হবে।