সারাদেশ

পটুয়াখালীতে পরকীয়া সন্দেহ স্বামী-স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী-স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি এবং অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ভুক্তভোগী নুরজাহান বেগম সোমবার রাতে কলাপাড়া থানায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নুরজাহান তার দ্বিতীয় স্বামী শামিমকে নিয়ে মোটরসাইকেলে তেগাছিয়া থেকে চাপলী বাজারে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে তুলাতলী এলাকায় পৌঁছালে স্থানীয় সাইফুল, বশির, স্বপন ও নুর আলমসহ ১০ যুবক তাদের গতিরোধ করে বেধড়ক মারধর করে।

পরে তাদের পার্শ্ববর্তী এক বিলে নিয়ে পুনরায় নির্যাতন চালানো হয় এবং নুরজাহান বেগমের ওপর শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,