সারাদেশ

পটুয়াখালীতে বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেফতার

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর ধানখালীতে নির্মিত ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার (৩৭) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে র‍্যাব পটুয়াখালীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে এবং পরে কলাপাড়া থানায় হস্তান্তর করেন।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ধানখালী এলাকা থেকে শামীম তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় গত ১২ জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার প্রধান আসামি সোহেল মোল্লা। অভিযোগে বলা হয়েছে, চুরির চক্রটি বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল।

এ ঘটনায় দুই টন চুরিকৃত মালামালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। অভিযুক্তচক্রের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং