সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর শঙ্খিনী সাপ উদ্ধারকরেছে এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সেচ্ছাসেবী প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।

 

শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব ওমেদপুর গ্রামের সোলায়মান হাওলাদারের বসত বাড়ির উঠোনে জালে পেঁচানো অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়।

 

এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী মাসুদ হাসান জানান, সকাল নয়টার দিকে আমাদের সংগঠনের হটলাইন নম্বরে একটি কল আসে, খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের সহকর্মী মঞ্জিল, সুজন কে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কালোর মধ্যে হলুদ ডোরা এ শঙ্খিনী সাপটি জালে আটকা পড়ে আছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে। প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। এটি স্থানীয়দের কাছে দু’মুখো সাপ নামেও পরিচিত।

তীব্র বিষধর শঙ্খিনী সাপ ছবিঃ ঢাকা ক্যানভাস

সোলায়মান হাওলাদার বলেন, সাপটিকে সকালে জালে আটকে থাকা অবস্থায় থাকতে দেখি। পরবর্তীতে এনিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের হটলাইন নাম্বারে কল করলে তাদের সদস্যরা এসে সাপটিকে খুবই দক্ষতার সাথে উদ্ধার করেন।

 

এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিম লিডার বায়েজিদ মুন্সী বলেন, শঙ্খিনী সাপ মূলত শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত এসব সাপ মানুষ এড়িয়ে চলে। এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য হুমকি স্বরূপ নয় মোটেও। তবে শিকারে বেশ দ্রুত। অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবাড় করে। তিনি আরও বলেন, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে, প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (৩১ জানুয়ারি) কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন থেকে আরো একটি তীব্র বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করে এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সেচ্ছাসেবী প্রাণী কল্যান ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,