সারাদেশ

পটুয়াখালীর দশমিনায় নামাজরত বৃদ্ধার ওপর হামলা

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিজ ঘরে নামাজরত অবস্থায় আমেনা বেগম (৬২) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত আমেনা বেগম উপজেলার মো. ইউনূস মিয়ার স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চিকিৎসা দেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় আমেনা বেগম ঘরে নামাজ পড়ছিলেন। তার স্বামী ইউনূস মিয়া তারাবির নামাজ পড়তে মসজিদে যান। এ সময় দরজার ছিটকিনি না লাগানো থাকায় কে বা কারা ঘরে ঢুকে পেছন থেকে তার মাথায় কোপ দেয় এবং ঘাড়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

 

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পান, তবে হামলাকারীদের কাউকে দেখতে পাননি।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাহুল বিন হালিম জানান, আহত বৃদ্ধার মাথায় চারটি এবং ঘাড়ে একটি সেলাই লেগেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।

 

ভুক্তভোগীর স্বামী ইউনূস মিয়া বলেন, “আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। হয়তো ঘরে ঢুকে চুরি করার উদ্দেশ্য ছিল, কিন্তু আমার স্ত্রী টের পেয়ে চিৎকার করায় তারা পালিয়ে যায়।”

 

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, “হামলার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং