পলাশবাড়ীতে যুব সমাজের উদ্যোগে দুঃস্থ-অসহায়-দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ীতে যুব সমাজের উদ্যোগে এলাকার দুঃস্থ-অসহায়-গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর যুব সমাজের উদ্যোগে এলাকার দুঃস্থ-অসহায়-গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুস সালাম,ইউপি সদস্য ছামিউল ইসলাম,কিশোরগাড়ী ইউনিয়নের সাবেক কাজী মোজাম্মেল হক ও সুমন মিয়া ছাড়াও যুব সমাজের নেতৃবৃন্দ।এলাকার ১শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।