সারাদেশ

পলাশবাড়ী উপজেলা সমবায় অফিসার বাথরুমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক ইন্তেকাল। 

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :
পলাশবাড়ী উপজেলা সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তাক নাসির(৫৫) বুধবার রাতের কোনো এক সময় বাথরুমে পড়ে গিয়ে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর স্থায়ী ঠিকানা রাজধানী ঢাকার পান্থপথ এলাকায়।খান মোস্তাক নাসির দীর্ঘ কয়েক বছর ধরে এ উপজেলায় কর্মরত ছিলেন।তাঁর পরিবার নিয়মিত ঢাকায় থাকতেন।তিনি উপজেলা পরিষদ ডর্মেটারি(ব্যচেলর কোয়ার্টার) কক্ষেই থাকতেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ স্বাস্থগত প্রাথমিক সুরতহাল রিপোর্ট লিপিবদ্ধ করেন।তাঁর আক-স্মিক মৃত্যুর খবরে সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারি, উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,স্থানীয় চেনা-পরি-চিতজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর বিষয়টি ইতোমধ্যেই ঢাকাস্থ তাঁর পরিবারকে অবগত করা হয়েছে বলে জানা যায়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,