পলাশে রিকের (ISIGOP) প্রকল্পের প্রবীণ বিষয়ক বেসলাইন স্টাডি ফাইন্ডিং সর্ম্পকে নীতি -নির্ধারকদের সাথে মতবনিমিয় সভা

পলাশ(নরসিংদী) প্রতিনিধি:
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)নরসিংদীর পলাশ উপজেলা শাখার আইএসআইজিওপি প্রকল্পের উদ্যোগে প্রবীণ স্বাস্থ্য ও জীবনমান সংক্রান্ত বেসলাইন স্টাডি ফাইন্ডিং উইথ পলিসি-মেকার শীর্ষক এক কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মসূচী পালন করা হয়। রিকের প্রোগ্রাম অফিসার মো: মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী।
সাব ডিস্টিক কো-অর্ডিনেটর মঈনুল হকের সঞ্চালনায় এ সময় মুল প্রবন্ধ পাঠ করেন রিকের ন্যাশনাল কো-অর্ডিনেটর মো: তোফাজ্জল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রিকের এরিয়া কো-অর্ডিনেটর মো: দেলোয়ার হোসেন,মনিটরিং ফ্যাসিলিটেরর সাব্বির হোসেন,শারমিন ও একাউন্ট নাজমুল হোসেন সেলিম প্রমুখ। কর্মসূচীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,সুশীল সমাজ,সাংবাদিক ও আন্ত:প্রজন্ম স্বনির্ভর ক্লাবের প্রতিনিধিরা অংশ নেয়।