পাইকগাছায় গজালিয়া ব্লাড ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
“আজ একটি গাছ, আগামী প্রজন্মের নিঃশ্বাস” এই স্লোগানকে সামনে রেখে পাইকগাছার চাঁদখালীর “গজালিয়া ব্লাড ব্যাংকের” উদ্যোগে দ্বিতীয়বারের মতো ৪র্থ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১০ অক্টোবর) বিকালে কর্মসূচির অংশ হিসেবে অত্র এলাকায় বৃক্ষরোপণে আগ্রহী ব্যক্তিদের মাঝে ১৮০টি আমগাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজালিয়া ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সরদার।
গজালিয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা মোঃ ছেফায়েত উদ্দিন তুহিন, দপ্তর সম্পাদক আল আমিন, নির্বাহী সদস্য জি. এম. আবু বাক্কার ও আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদ আলম, ইকবাল হোসেন, মোঃ তরিকুল ইসলাম, জি. এম. ইলিয়াস হোসেন, মোঃ ইদ্রিস, মোঃ শরিফুল ইসলাম, রেজা মাহমুদ, মোঃ কায়্যুম, আহমদ আলী, শাহরিয়ার ইসলাম সুমন, মুজাহিদ, ডি. এম. আব্দুল্লাহ, তাইফুর, আজমাইনসহ সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গজালিয়া ব্লাড ব্যাংকের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।