পাইকগাছায় তরুণীকে বিয়ের প্রলোভনে ফেলে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় বিয়ের প্রলোভনে তরুণীকে ফুসলিয়ে নিয়ে শারীরিক সম্পর্ক সহ মারপিট ও জোরপূর্বক ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাদিয়া। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সাদিয়া খাতুন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
রোববার (১০ আগস্ট) দুপুরে প্রেসক্লাব পাইকগাছায় এক সংবাদ সম্মেলনে উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহপাড়া গ্রামের মোঃ শাহীন সরদারের মেয়ে ভুক্তভোগী মোছাঃ সাদিয়া খাতুন লিখিত বক্তব্যে জানান, গত ১৭ জুলাই একই গ্রামের মোঃ তালেব গাইনের ছেলে মোঃ আহসানউল্লাহ গাইন (২২) বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায়। প্রথমে আশাশুনি থানার তেতুলিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে পাঁচ দিন এবং পরে সাদিয়াকে নিয়ে ঢাকায় যেয়ে বিয়ে করবে বলে ১৩ দিন রাখেন আহসানউল্লাহ। এসময় স্বামী-স্ত্রীর সম্পর্কের মতোই সব ধরনের সম্পর্ক তার সঙ্গে হয় বলে অভিযোগ করেন সাদিয়া।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিষয়টি জানাজানি হলে আহসানউল্লাহর পিতা মোঃ তালেব গাইন বিয়েতে রাজি হওয়ার কথা বলে গত ৫ আগস্ট গ্রামের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু সেখানে আসার পর আহসানউল্লাহর পিতা মোঃ তালেব গাইন ও মাতা স্বপ্না বেগম সাদিয়া খাতুনকে বেধড়ক মারধর করে ও জোর পূর্বক একটি ফাঁকা ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন এবং গালিগালাজ করে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। সাদিয়া বলেন এ ঘটনা এলাকার সকলে জানেন। পাশাপাশি আহসানউল্লাহ পিতা মোঃ তালেব গাইন আমাদের পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে আসছেন।
সংবাদ সম্মেলনে সাদিয়া খাতুন প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায়বিচারের দাবি জানান। এসময় তার পিতা মোঃ শাহীন সরদার ও মাতা সালমা বেগম উপস্থিত ছিলেন।