পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:
পাইকগাছা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বিশ্বখাদ্য কর্মসূচীর (WFP) সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, পিআইও রাজীব বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি বৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক পরিকল্পনার বিকল্প নেই। এজন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনাকে বাস্তবায়নযোগ্য ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়।