সারাদেশ

পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন

এম জালাল উদ্দীন:

খুলনার পাইকগাছায় খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন–২০২৫ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে উপজেলার পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশনসহ বেতবুনিয়া, লক্ষীখোলা, চাঁদখালী, কাটিপাড়া, গদাইপুর, হরিঢালী, ও গড়ইখালী এলাকায় অবস্থিত মোট ৪০টি চার্চে পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে শুভ বড়দিন পালিত হবে।

বড়দিন উপলক্ষে প্রতিটি চার্চে বিশেষ প্রার্থনা সভা, উপাসনা, ধর্মীয় আলোচনা ও আনন্দঘন আয়োজন করা হয়। এ উপলক্ষে চার্চগুলো বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে।

পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের মাস্টার আনন্দ মন্ডল জানান, এ বছর সরকারিভাবে প্রতিটি চার্চে ৫০০ কেজি করে চাল অনুদান প্রদান করা হয়েছে।
এছাড়াও পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী কেন্দ্রীয় ক্যাথলিক মিশনকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এ অনুদানের জন্য পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীসহ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এদিকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে পাইকগাছা ক্যাথলিক মিশনে বড়দিনের অনুষ্ঠান ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময়ে ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান সহ পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,