সারাদেশ

পাইকগাছায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন; ইউএনও’র আশ্বাস-পানি উন্নয়ন বোর্ডের সংস্কার কাজ শুরু

এম জালাল উদ্দীন:

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পিতার নামে প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশ চন্দ্র কলেজিয়েট স্কুল সংলগ্ন আড়ংঘাটা ঋষিপাড়া থেকে কাটিপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১০ থেকে ১২ স্থানে মারাত্মক ভাঙনের কারণে পুরো বাঁধটি হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, যেকোনো সময় অতিবৃষ্টি বা জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে গেলে স্কুল, কলেজ, বসতবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি পানিবন্দী হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আড়ংঘাটা ঋষিপাড়া শ্মশানঘাট সংলগ্ন স্থানটি।

বিষয়টি গত ২৩ আগস্ট জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে ২৫ আগস্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি উত্থাপন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে জরিপ কার্যক্রম শুরু করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্রুত সংস্কার কাজ শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে চলছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আর কে বি কে হরিশ চন্দ্র কলেজিয়েট স্কুলের সিনিয়র প্রভাষক ও জামায়াতে ইসলামী খুলনা জেলা ইউনিট সদস্য আব্দুল মমিন সানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও এক ধরনের আনন্দের সঞ্চার হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,