সারাদেশ

পাইকগাছায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ চলমান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

তীব্র শীতের প্রভাবে অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার গদাইপুর ইউনিয়নের বাইশারাবাদ আশ্রয়ন প্রকল্প ও সংলগ্ন গুচ্ছ গ্রামে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে এ কম্বল বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। তিনি আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছ গ্রামের সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারগুলোর হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।

এসময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করাই সরকারের অন্যতম মানবিক কর্মসূচি। আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছ গ্রামে বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষদের কথা বিবেচনা করেই উপজেলা প্রশাসনের এ উদ্যোগ চলমান রয়েছে।

কম্বল পেয়ে আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছ গ্রামের বাসিন্দারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, তীব্র শীতে কম্বল পেয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হবে।

স্থানীয়দের মতে, শীতের সময় এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক। উপজেলা প্রশাসনের এই কার্যক্রম সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, শীত মৌসুমে শিক্ষার্থী, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পাইকগাছা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী- উপজেলার বিভিন্ন মাদ্রাসা, সামাজিক সংগঠন, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন মাধ্যমে নিয়মিতভাবে মানবিক এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,