সারাদেশ

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

এম জালাল উদ্দীন:
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উভয় সভাতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম আজাদ।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, আব্দুস সালাম কেরু, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসাইন, সমবায় অফিসার হুমায়ুন কবির, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এসএম মনিরুল হুদা, উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম সানা, পিযুষ কান্তি মন্ডল, মোঃ আব্দুল্লাহ সরদার, রবীন্দ্রনাথ মন্ডল, খোরশেদুজ্জামান, সিএ কৃষ্ণ বাবু, হিরোনময় ব্যানার্জী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,